Thursday 28 March 2013




  The Blue 



Red, blue, yellow in these three prime color blue is most prolific, mysterious and the metaphor of greatness. Sky of our colorful earth has brought the diversity and the feeling of greatness in blue. Lets see where and in which state we have find the blue in our intimate nature.
  • At the bottom part of a candle flame blue color is clearly visual which is directly linked to a transparent layer right after the cotton, then yellow comes rest and usually when some metal comes in touch of fire, it melts in some certain range of temperature, when the metal melts, it looks red. Flame is the oldest source of light and because of light's different state and condition we see all the variation of colors.
  • At sky we see blue because of the earth's magnetic field and sun's ray(there are many more event is linked with the function), this mysterious function of blue has created green plant in favor to breed divergent life form. clouds brought the essence of beauty to the heart of blue sky and this blue brings the feeling of limitlessness in our mind.
  • In natural dye yellow comes from roots and branch of tree, red comes from branch and leaf, blue comes from flower which is the top part of a plant/tree.
  • We find few colors from the blending of three primary colors, from the mixture of blue and yellow we get green, blue and red gives us violet, on the other hand red and yellow brings orange color which is visually inferable but the result green and violet of two other mixture with blue is individual, uninfluenced and uninferable (specially for those people who experience it for first time)(proof is in progress)

By nature, the state condition of blue surprises me, right from point of understanding to represent the metaphoric language of blue should have to be rational. Hope in this presentation of my art the fact of human structure will be well executed in sense of color's significance.


"Human existence consists in two basic fact, spiritual & physical form. For physical form strong house is needed as needed strong faith for spiritual form to keep human in rhythm, here faith is the mysterious power to feed our spiritual existence. Rationality is the prime priority for the long lasting existence of faith. Science tells us, the union of Anthropoid and Ovum starts to create human form by building individual genetic code formation, this mysterious formation makes us unique. Here the question could arise how, who or which intangible power creates these mysterious codes trough human. This unresolved fact leads to the mighty intangible spiritual power in human and when the similar reality exists for the entire nature of universe that unveil the mighty core power's existence. In human we know the spirit(power) as soul and to the whole intangible power of universe we call it God. By the nature these powers are interrelated in one line."

when someone gets higher level's attachment to the spiritual hunger then he losses the materialistic fascinations, achieves many controls to life and feelings and realizations get the wealth of diversity in the life's limited time. Acting diversity and mystery in all the perspective of blue color got the appropriate approval in favor to present spiritual communication in my work of art and to present the reflation of achieved knowledge green took the place. After all, this is a metaphoric presentation of art.



-------------------------------------------------------------


নীল


লাল, নীল, হলুদ প্রাথমিক এ তিনটি রঙের নীল  রঙই  সবচেয়ে সাবলীলভাবে উৎপাদনশীল, রহস্যময়, বৈচিত্রময় এবং বিশালতার রুপক ।  রঙ্গিন পৃথিবীর সুবিশাল নীল আকাশ এনে দিয়েছে এত বইচিত্র, নীলের মাঝে বিশালতার অনুভূতি । আমাদের পরিচিত প্রকৃতির কোথায় কোথায় এবং কি কি অবস্থায় নীল রঙ পাওয়া যায় তা একটু খুজে দেখা যাক ।


  • একটি অগ্নিশীখার গোড়াতেই নীল রঙের উপস্থিতি থাকে, তারপর হতেই হলুদ রঙ দৃশ্যমান আর সাধারনত যখন এ অগ্নির সংস্পর্ষে কোন ধাতব পদার্থ আসে তা একটি নিদৃষ্ট তাপে লাল রুপ ধারন করে । অগ্নিশীখা মানেই আলোর আদী প্রাকৃতিক উৎস আর আলোর এই ভিন্ন ভিন্ন অবস্থা ও অবস্থানের কারনেই আমরা রঙের এই বইচিত্র দেখি ।
  • পৃথিবীর চৌম্বকীয় ভরের (Magnetic field)  কারনে এবং সূর্য রশ্মি প্রতিফলনে আকাশে নীল রঙ দেখি(এই প্রক্রিয়াটির সাথে আরো অনেক কিছুই সংযুক্ত) , নীলের এই রহস্যময় প্রক্রিয়া পৃথিবীর বুকে বইচিত্রময় প্রাণ উৎপাদনে অনুকুল যোগাযোগের অবস্থা সৃষ্টি করেছে সবুজ গাছ উৎপাদনের মদ্ধ দিয়ে । নীলের বুকে সাদা মেঘ এনেছে শুভ্র সৌন্দর্যের সর্বোচ্চ মাত্রা, মানুষের মনে নীলের প্রতি এনেছে অসীমতার  অনুভূতি ।
  • উদ্ভিদ হতে প্রাপ্ত, ব্যবহৃত প্রাথমিক তিনটি রঙের মাঝে হলুদ রঙ আসে গোড়া এবং কান্ড হতে, লাল আসে কান্ড এবং পাতা হতে আর নীল আসে ফুল হতে ।
  • মৌলিক তিনটি রঙের সংমিশ্রনে তৈরি হয় আরো কিছু রঙ, নীল হলুদের মিশ্রনে আমরা সবুজ রঙের উৎপত্তি দেখি, নীল আর লালের মিশ্রনে আমরা পাই বেগুনী, অন্য দিকে লাল আর হলুদের মিলনে আসে কমলা যা দৃশ্যগত দিক হতে সহজ অনুমেয় কিন্তু নীলের মিশ্রনে উৎপন্ন অন্য দুটি রঙ সবুজ ও বেগুনী স্বতন্ত্র এবং অনেকটাই অননুমেয় (বিশেষ করে যারা রঙের বিষয়গুলি প্রথম জানবেন)(প্রমান পত্র) ।

প্রকৃতিতে প্রাপ্ত নীল রঙের অবস্থানগত অবস্থা এবং বৈশিষ্ট আমাকে অভিভূত করেছে । এখান থেকে রুপক ভাব প্রকাশে নীলের উপযুক্ত উপস্থাপন হয়ত সাবলীল ও সহজ হবে । শিল্পকর্মটির প্রতিপাদ্য বিষয় মানব-এর গঠন উপস্থাপনে তার হয়তো স্বার্থক প্রতিফলন পাওয়া যাবে ।

গঠনগত দিক থেকে দৈহিক যা স্পৃষ্য আর আত্মিক যা অস্পৃষ্য এ দুটি গঠনের সংস্পর্ষে গঠিত মানব অস্তিত্ব । দৈহিক অস্তিত্বের নিরাপত্বার জন্যে শক্তিশালী ঘর যেমন প্রাধান্য পায় তেমনি আত্মিক অস্তিত্বের নিরাপত্বার জন্যে শক্তিশালী(যৌক্তিক) বিস্বাস অপরিহার্য ।  প্রত্যেক আত্মিক অস্তিত্বই বিস্বাস দ্বারা পরিচালিত হয়, বিশ্বাস এমন একটি শক্তি যা মানুষের ক্ষমতার বলয়কে সুদুর প্রসারিত করতে পারে, তবে  এর পরিধীর সুপ্রশস্ততা নির্ভর করে বিশ্বাসের যৌক্তিক চর্চার উপর । বিজ্ঞানের ভাষায় শুক্রানু এবং ডিম্বানুর মিলনের ফলে রহস্যময় স্বতন্ত্র genetic code বিন্যাস্ত হয়ে কোন স্বতন্ত্র প্রান বা মানবের সৃষ্টি পর্ব শুরু হয়, আর এই genetic code এর গঠনই আমাদের স্বতন্ত্র করে তোলে ।  প্রশ্ন আসতে পারে এই স্বতন্ত্র কোড, কে, কিভাবে অথবা অদৃষ্য কোন ক্ষমতাবলে গঠিত হয়! এখানেই মানব রুপে আত্মিক অস্পৃষ্য শক্তির অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় এবং এই একই প্রশ্ন যখন প্রকৃতির প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য হয় ও উত্তরটি হয় অমিমাংশীত, এমনকি অবস্থাটির এমন আদল যখন সর্ব ক্ষেত্রেই একই রকম তখন মূল একটি অস্পৃষ্য ক্ষমতাও প্রতিষ্ঠিত হয় আর আত্মা হয় এই মূল ক্ষমতার সাথে সংযুক্ত, এখানেই মুল শক্তিটির সাথে মানবের আত্মার একাত্বের আরাধনা সৃষ্টি ।

মানুষ যখন তার আত্মিক খুধার সাথে অধিক সম্প্রিক্ততায় চলে আসে তখন দৈহিক জীবনের অনেক বস্তু মোহই তুচ্ছ হয়ে যায় এবং জীবনের প্রতি কিছু শক্তিশালী  নিওন্ত্রন অর্জন করে ।  জীবনের এ সীমিত সময়েও অনুধাবন ও অনুভূতিগুলো পায় শক্তিশালী বৈচিত্র বৈভব । সকল প্রেক্ষাপট বিচারে আচড়নগত বৈচিত্র এবং রহস্যময়তার কারনে উপস্থাপনটিতে নীল রং মানব গঠনের দুটি অস্তিত্বের আত্মিক যোগাযোগ উপস্থাপনে প্রাধান্য পেয়েছে আর প্রাপ্ত সকল জ্ঞ্যানের রুপের প্রকাশ সবুজের আভার সাজ পেয়েছে ।

No comments:

Post a Comment