Thursday, 6 June 2013

রৈখিক মানব

- অণুনাদ (ছদ্বনাম) 


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

প্রার্থনা

সৃষ্টির উন্মক্ততায় মাতাল হৃদয়ে
একক সন্ধানে সকল সৃষ্টির মাঝে
প্রশ্নের ঠিক শেষ দরজায়,
অস্তিত্বের সর্বস্ব নিয়ে বিমূর্ত চিৎকারে;
আমায় বিভক্ত কর এককের মিলনে
আমায় উন্মুক্ত কর স্বাসত চরনে !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

রাজনৈতিক পরকীয়া




 জীর্ন তৃষ্ণায় লালের নৃত্যে কত জীবনের ইতি,
  শরীর পুড়ে অঙ্গার কয়লা!
বাতাসে স্বজনদের আপনহারা আর্তনাদ!
আর কালো আবরনে !
বেওয়ারিস, সব বেওয়ারিস !
শত শত প্রাণের আলো মুহুর্তে গেছে নিভে
খুন আর নোংরা স্বার্থের পৈশাচিক জালে,
কে জানে মৃত্যুর এ মিছিলে আর কজন যাবে !
শিশুটি জানেনি তার মা-বাবা কোথায় গেছে
 কোন মা-বাবার আদরের সন্তানটিও আর ফেরেনি
কিংবা কেঊ সঙ্গীহারা আর্তনাদে নীল সঙ্গমে,
ওরা জানেনা কি অভিশাপে প্রানের মানুষেরা আজ না ফেরার দেশে !
হাহাকার বুকে ওদের জমাট বাঁধে বোবাকান্না,
সাধারনের মৃত্যুর দায়ও নেয়না কেউ আপন করে
আর, দায়ীরা !
মুক্ত আকাশের শকুন !
দিনে রাতে চলে ওদের রাজনৈতিক পরকীয়া
তাই বিচারেরাও জন্মে জ্বারজের মত,
আজ যায় কাল যায় ওদের কথাও যায় হারিয়ে
নিস্তব্ধ, শান্ত সব আবার আগের মত.........
প্রস্তুত বসে আবারো বিসর্জনের লীলায়,
সাবাস মানব ! সাবাস জাতী ! বাহবা তোদের এ উদার বিসর্জনে !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


ধাবমান ১৫ সেকেন্ড

(২৮/০৪/২০১৩)

মাতৃত্বের অক্ষমতায় ছোট্ট দেহটির গড়িয়ে পড়া
ডাগর চোখে ভাবলেশহীন দৃষ্টি- বয়স দুই কি আড়াই,
ঠিক পাশেই অবাক দৃষ্টিতে তাকিয়ে তার সহোধর
উৎসুক মনের জিজ্ঞাসায় একটু পদক্ষেপ- বয়স চার কি পাঁচ,
স্বতসিদ্ধ সমাজের নির্মম শিক্ষায় ওরা সাবলিল ।

মধ্য দুপুড়ের কড়া রোদে বৈরী শহরের কোলাহল
বাসের সিটে বসে আমি এক অক্ষম ধাবমান দর্শক
হাজারো দর্শক আমার মতই ছুটছে তার গন্তব্য পথে,
ক্ষুদ্র আকাঙ্কখায় আমাদের মানবিকতা নির্বাসনে অথবা অক্ষমতায়
যোগ্যতাগুলো অযোগ্যতায় রুপ নিয়েছে
আর অযোগ্যতা গুলো যোগ্যতায় ।

পাকা রাস্তার ধারে পড়েথাকা একটি নিথর মাতৃত্ব
দৃশ্যত, দুটি সন্তানের এক জননীর ছন্দপতন,
না, এটি কোন কাকতালীয় ঘটনা নয়
এ আমার সোনার বাংলার পয়সার ওপিঠ,
তবু কোন হৃদয় বড় অযোগ্যতায় চিৎকার করে ওঠে-
আমি জানিনা দুটি সন্তান অনাথ হলো কিনা !
জানিনা, এ দুপুরে স্বাধীনতার ৭১ আবারো মুখ থুবড়ে পড়লো কিনা !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

মেঘেদের ভুল



আলোর কিরনে অধিকার পেতে ভয় করে
ভালবাসাটুকু তাই মেঘ হয়েই থাকুক,
যেদিন বৃষ্টি হয়নি ভেবেছি কিরনের ভুল ছিল
আর বৃষ্টি হলে মেঘেদের ভুল,

ভুলের সরল রেখাতেই আমি দাড়াবো
দাড়াবো বালির বুকে জলের উত্তালে
হয় ঢেউয়েরা নেবে আমায় জলের দেশে
নাহয় ফিরিয়ে দেবে মাটির বুকে ,

মেঘেদের ভূলেই হোক কিংবা কিরনের
আমি বার বার জন্মাবো সবুজ হয়ে
থাকবো বৃষ্টির অনুরনে সুপ্ত কোন প্রাচীন জিজ্ঞাসায়
  ভালবাসার হয়ে।
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

অবিভক্ত স্ক্রলচিত্র


মনে পরে শেষ কবে কেঁদেছ  ?
ঘুমের কোলে শেষ অভিমানের আত্মসমর্পন !
শেষ কবে ফোটা পদ্মের মতো হৃদয় হেসেছিল !
ভালবাসার আবেগে সব ভুলে যাওয়ার শূন্যতায়
ছিলেনা তুমি নিজের মাঝে কোন অঙ্ক কষার হিসেবে !
  সবই কি বিস্মৃতির কারাগারে শুধুই এক মহাকাব্য ,
............।,
আমিও আজ ভুলে গেছি সব বিস্মৃতির অভিলাষে নিজেকে
তোমার মত
তোমাদেরই মত,
নিয়ে অভিলাষের পরিশিষ্টটুকু সঙ্কটে
নিজেকে দেখা ; স্মৃতির দেয়ালে তুলে রাখা এক অবিভক্ত স্ক্রলচিত্র
যেন, আমার আর আমারই অবিচ্ছিন্ন ছায়ার সঙ্গম লীলা ।

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

অদৃষ্টের প্রবঞ্চনা


মহাকালের বৃত্তের কোন প্রান্তে দাঁড়িয়ে
সাম্যের সীমান্ত হারিয়ে বলয়হীন প্রলয়ে
দুমড়ে মুচড়ে গেছে কতো নিষ্পাপ হৃৎপিন্ড
কত কোটি শিশুর ভাগ্য,
সুন্দরের প্রতীমা ছাপিয়ে অসহায় আর্তনাদ
কত হৃদয়ে মৃত্যু প্রার্থনা !
কত ক্ষুধার্ত শীশুর মায়ের কান্না !
মানবতার এ বড় নির্মম নিদ্রা দুঃসময়ে ,
আজ আমরা কোথায় দাঁড়িয়ে !
বলি যাওয়া নিষ্পাপ প্রানের কাঁচা রক্ত হাতে
কোন সে সম্পদের মোহে এ বিভৎসতা !
মিথ্যা অহম বুকে শীর উচু করে
ওরা কারা হাসে !
রক্তাক্ত টাকা আর ক্ষমতার আসনে !
কোথায় যেতে চায় ওরা মানবতার বুকে কলঙ্ক এঁকে
জীর্ন এ দেহের মৃত্যুকেও নিশ্চিৎ জেনে !
কোথায় যেতে চায় ওরা বিভক্তির বাসনায় !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

স্বাধীনতার রঙ



হ্যাচড়াতে হ্যাচড়াতে থুবড়ে পরা গনতন্ত্র প্রজাতন্ত্রের পাজড়ে
বিষাক্ত মানসিক বিকৃতির ঘুন পোকার বিস্তৃতি সর্বাগ্রে,
কুড়ে কুড়ে খেয়েছে সততা মানবতা আর অধিকার
বাজিয়ে সভ্যতার সুরে মানবতার করুন ক্রন্দন,
জানি গনতন্ত্রের পাখিরা এখনো ওড়েনি মুক্ত আকাশে
৫২ আর ৭১ এর রক্তের দামও হয়নি পাওয়া,
৪১ বছরের স্বাধীনতার বীজে হয়নি গাছ বিকশীত আপন আলোকে
ফোটেনি এখনো সে ফুল যে ফুলের স্বপ্নে এত প্রান বিসর্জন গেছে,
সংবিধানও হয়নি লেখা জনতার পুর্ন স্বার্থে
তাই আজও কেউ প্রদীপ জ্বেলে বসে গনতন্ত্রের সুর্যদয়ের অপেক্ষায়
কেউ এখনো স্বাধীনতার বৃক্ষের গোড়ায় জল ঢেলে যায়
খড়স্রোতের শেষ প্রান্তে দাড়িয়েছে কেউ আপোষহীনতায়,
এ যুদ্ধে বল আজ তুমি আর আমি কোথায় !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment